1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শজিমেক হাসপাতালে অসুস্থ রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন সাবেক এমপি লালু গাবতলীতে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনামূলক সভা ও ছাগল বিতরণ বগুড়া শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার দাবীতে নাগরিকদের জন্য আমরা এর মানববন্ধন কাহালুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত সোনাতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময়

বগুড়া শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার দাবীতে নাগরিকদের জন্য আমরা এর মানববন্ধন

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১

বগুড়া প্রতিনিধিঃ প্রাণের বগুড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে শনিবার শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এ কর্মসুচী পালন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব এর সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু,

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এসএম আবু সাঈদ, দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক নেতা প্রতিক ওমর, সংগঠনের উপদেষ্ঠা সদস্য, বিশিষ্ঠ সমাজসেবক শফিকুল ইসলাম শফিক, অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদুর রহমান সুজা, আজিজুল হক, রফিকুল ইসলাম, সাইদুর রহমান সাজু, আল আমিন মন্ডল, জাকির হোসেন, রিয়াজ মাহমুদ, সামিউল ইসলাম শামীম, ইউসুফ আলী শাকিল, মতিউর রহমান মতি, সাফায়েত সজল, জিয়াউর রহমান জেপু, ছানাউল হক খান জাহেদী ছানা, সোহেল রানা, হারুন অর রশিদ বিপ্লব, তোফাজ্জল হোসেন বাবলু, ইসমাইল হোসেন পাতা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আবু তৌহিদ হাসান প্রমুখ।

মানববন্ধন কর্মসুচীতে বক্তাগণ বলেন, প্রায় ১০০-২০০জন মানুষ শহরে ফুটপাত এবং মুল সড়কের কিছু অংশ দখল করে ব্যবসা করার কারণে প্রতিদিন এবং প্রতিনিয়ত শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আর চরম কষ্ঠ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। এ ছাড়া শহরের রাজাবাজার গেট, ফতেহ আলী মোড়, কাঠালতলা, ষ্টেশন রোড, ষ্টেডিয়েম এলাকাসহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা’র স্তপ হয়ে থাকে। বিশেষ করে রাজাবাজার গেট সংলগ্ন রেল ঘুমটি পাকা সড়কের উপরে দিন-রাত ময়লা আবর্জনা স্তপ করে রাখা হয় এবং যানবাহনও গ্যারেজ এর মত রাখা হয়।

তাছাড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সপ্তবদী মার্কেটের সাথে মুল পাকা সড়কে পানি বেধে ও ময়লা আবর্জনা স্তপ করে রাখায় মশা ও দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া শহরের অন্যান্য স্থানেও এ ধরণের বহু সমস্যা রয়েছে। এতে করে যানজটের সমস্যা ছাড়াও বগুড়া শহরবাসী স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছে। তাই প্রাণের বগুড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরীভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবী করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট