বগুড়া প্রতিনিধিঃ সোমবার সকাল ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এক সীরাত সেমিনার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবর রহমান সরকারের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ , গবেষক ও মিডিয়ার ব্যক্তিত্ব শায়েখ প্রফেসর মোখতার আহমাদ।
আলোচনা করেন শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মিজানুর রহমান ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আহসান হাবিব । প্রধান আলোচক শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবন আদর্শ অনুসারে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
শেষে সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উক্ত সীরাত সেমিনারে শজিমেক এর বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক , শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply