গোলাম রব্বানী শিপনঃ বগুড়া সদরের গোকুলে সেবার অগ্রগতি বৃদ্ধিকল্পে স্মার্ট পরিবার পরিকল্পনা বিভাগ বিনির্মাণে লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় গোকুল ইউনিয়নের বেহুলার বাসরঘর পাশে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রউফ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪১ বগুড়া- ৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, পরিবার পরিকল্পনা বগুড়ার উপ-পরিচালক রফিকুল ইসলাম। এতে বক্তারা বলেন, দেশের সকল পরিবারের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিটি ইউনিয়নে (উপজেলা স্বাস্থ্য কমপ্লে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা করছে যেখানে গ্রামাঞ্চলের সর্বস্তরের জনগণ সহজেই যেতে পারে। এ কেন্দ্রগুলো হতে প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সেবা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ওরস্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ করে স্বাভাবিক প্রসব সেবা এবং প্রয়োজনে উপযুক্ত রেফারেল নিশ্চিত করছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com