মুহাম্মাদ আবু মুসাঃ রাজনৈতিক পটপরিবর্তনের পর বসে নেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল। দল গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষে ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটি গঠনে ব্যস্ত সময় পার করছে বগুড়া সদর উপজেলা মহিলাদল।
রবিবার বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড মহিলাদলের কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগমের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সাধারন সম্পাদক নাজমা আকতার।
তিনি বলেন, তৃর্ণমুল পর্য়ায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলকে শক্তিশালি করতে পরিশ্রমি কর্মীদেরকে নতুন কমিটিতে আনা হবে। যারা সবসময় দলের জন্য ত্যাগস্বীকার করেছে তাদেরকে পদ—পদবী দেওয়া হবে। কর্মীসভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শায়লা ইসলাম মুক্তি, সদর উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আন্জুয়ারা বেগম, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইদুর করিব সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, আতাউর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা ডাঃ বুলু, আব্দুল মান্নান, খোরশেদ আলম, ফেরদৌস, মিলন, বক্কর, মতিন মাষ্টার, রাবিন, মোজাফ্ফর হোসেন,ইউনিয় যুবদলের আহবায়ক বায়জিদ মন্ডল প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে সাবগ্রাম ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডে ৫১সদস্য বিশিষ্ঠ মহিলাদলের দ’ুটি কমিটি ঘোষনা করা হয়।
৩নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি সুমি খাতুন, সাধারন সম্পাদক সুমনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক মোরশেদা বেগম নির্বাচিত হয়। ৪নং ওয়ার্ডে আছিয়া বেগম সভাপতি, সিমা বেগম সাধারণ সম্পাদক ও হেলেনা বেগম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com