আব্দুর রাজ্জাক, প্রধান প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ সোনাতলা-সারিয়াকান্দী আসনে রাজনৈতিক দলের ৭ ও ৫ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর বৃষ্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বগুড়া-১ সোনাতলা-সারিয়াকান্দী আসনের নির্বাচনী প্রতিদ্বন্দীতার লক্ষ্যে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উক্ত আসনে প্রতিদ্বন্দীতার লক্ষ্যে ১৩ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও তবিবর রহমান (৮০) যথায়সময়ে সহকারী রিটার্নি কর্মকর্তার নিকট উপস্থিত না হতে পারার কারনে জমা প্রদান করতে পারেননি।
মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলীয় নমিনেশন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাহাদারা মান্নান, তৃণমূল বিএনপি থেকে এনএম আবু জিহাদ, জাতীয় পার্টি থেকে গোলাম মোস্তফা বাবু, জাসদের হাসান আকবর আফজাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইবনে সাফি বিন হাবিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপি, মোস্তাফিজুর রহমান শ্যামল, শোকরানা ওরফে রানা, ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, ও ইঞ্জিনিয়ার আব্দুর রহমান মনোনয়ন ফরম জমা প্রদান করেন।
এ ব্যপারে সহকারী রিটার্নি কর্মকর্তা ও সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা জানান, সোনাতলা উপজেলা নির্বাচন অফিস হতে ২ জন প্রাথী মনোনয়ন উত্তোলন করেন এবং একজন জমা প্রদান করেন। স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান যথা সময়ে অর্থাৎ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে না পারার কারনে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি। অন্যানরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সারিয়াকান্দী সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়ন জমা প্রদান করেছেন।
Leave a Reply