1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

বগুড়া-৪ আসনঃ মনোনয়ন না পেলেও মাঠ ছাড়েননি আহছান, আশায় আছেন এবারও

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে যে ক’জন আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন তাদের একজন এ এন এম আহছানুল হক। আসনটি মহাজোটের শরীক জাসদকে ছেড়ে দেয়ায় আওয়ামীলীগের কারও কপালে আর নৌকা জোটেনি। নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বিজয়ী হলেও গেল বছর বিএনপির সাংসদ পদত্যাগ করায় শুন্য আসনটিতেও আবারও মহাজোটের শরীকদল জাসদকেই দেয়া হয়। কিন্তু নির্বাচনের প্রাক্কালে যারা মাঠে ব্যাপক গণসংযোগ করেছিলেন তারা মনোনয়ন না পেয়ে মাঠ থেকে নিজেদের গুটিয়ে নেন। তবে এ ক্ষেত্রে ব্যাতিক্রম আহছান। তিনি ২০১৬ সাল থেকে নৌকার জন্য প্রচারনা শুরু করেন নিজ নির্বাচনী এলাকায়। সেই থেকে একটানা মাঠেই পড়ে আছেন। বিএনপি-জামায়াত অধ্যাষিত এলাকায় গত আট বছরে তিনি গড়ে তুলেছেন নৌকার বিপুল পরিমান কর্মী সমর্থক।
পেশায় ্একজন কলেজ শিক্ষক আহছান ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করার পর ঢাকায় পর্যায়ক্রমে বেশ কয়েকটি কলেজে শিক্ষককতার চাকরি করেন। পরে চাকরি ছেড়ে নিজেই একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ঢাকার দক্ষিণখান এলাকায় আনমাহ্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠিত কলেজটির তিনি অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি জন্মভুমি জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে ডেইরি ফার্ম,কৃষি খামার ও মৎস্য খামার করেছেন। আওয়ামীলীগ পরিবারে জন্মগ্রহণ করা আহছান ১৯৮৮ সালে সরকারি আজিজুল হক কলেজে শাখা ছাত্রলীগে যোগদেন। পরে ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন। কর্মজীবনে প্রবেশ করার পর নিজ এলাকার মুরইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও যুবলীগ কাহালু উপজেলা শাখার সহসভাপতি এবং সর্বশেষ তিনি বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির অন্যতম সদস্য মনোনিত হন। এখন এ পদেই আছেন।
২০১৬ সালে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করার মনস্থির করে মাঠে নেমে পড়েন তিনি। নৌকার পক্ষে প্রচার প্রচারনা চালাতে থাকেন। সেই সঙ্গে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে এলাকা ছাড়েননি। সপ্তাহে ২দিন করে এলাকায় ছুটে আসেন ঢাকা থেকে। নিজ দলের নেতাকর্মী ছাড়াও এলাকায় গণসংযোগ করে আসছেন একটানা। উপনির্বচনেই মনোনয়ন না পেলেও মাঠ ছাড়েননি তিনি। তিনি নিজের টাকায় মাসিক সম্মানের ভিত্তিকে বেশ কিছু যুবককে নিয়োজিত করেছেন কাহালু-নন্দীগ্রাম এলাকায় নৌকার প্রচার চালানোর জন্য। তারা সারাবছরেই এ কাজটি করে যাচ্ছেন আহছানের হয়ে।
রাজনীতি করতে গিয়ে তিনি একাধিকবার নিজ দলের কর্মীদের হাতে লাঞ্চিতও হয়েছেন,তবুও তিনি লক্ষ্য থেকে সড়ে যাননি। এবার দ্বাদশ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সপ্তাহে ৫দিন এলাকার আনাচে-কানাচে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান,আসনটি বিএনপি-জামায়াত অধ্যাষিত এলাকা বলে পরিচিত হলেও আহছানের কারনে পাল্টাতে শুরু করেছে। নৌকার কর্মী সমর্থক বেড়েছে। গড়ে ওঠেছে বিশাল নৌকার কর্মীবাহিনী।
আহছানুল হক বলেন,চেষ্টা করছি কাজের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে। গত আট বছরে বুঝে গেছি মানুষ আসলে কি চান। তারা চান একজন দক্ষ ও সৎ এমপি চান। দলের লোকেরা চান কর্মীবান্ধব এমপি। এদুটোই আমার মধ্যে আছে বলে আমি মনে করছি। আমি মনোনয়ন না পেলেও আগেও যেমন মাঠ ছাড়িনি,এবারও মাঠ ছাড়বোনা। জনগণের সঙ্গে থাকলে জনগণও আমার সঙ্গে থাকবে এবং এক সময় হয়তো নেত্রী আমার মূল্যায়ন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট