কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার প্রবীণ রাজনীতিবিদ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত অধ্যক্ষ মাওঃ তায়েব আলী (৮২) মারা গেছেন ইন্না……রাজেউন।
জানা গেছে, শনিবার সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ জুন) সকাল ৮ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
অধ্যক্ষ মাওঃ তায়েব আলী প্রায় ছয় দশক ধরে ছাত্র সংগঠন থেকে শুরু করে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদেও দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেন। একজন রাজনৈতিক নেতা হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন তেমনি তিনি তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে জন প্রতিনিধিত্ব করেছেন। সর্বশেষ ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনেক আগে-ভাগেই বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে তাকে মনোনয়ন দেয় জামায়াতে ইসলামী।
এছাড়াও পেশাগত জীবনে তিনি প্রথমে কাহালু সিদ্দিকিয়া সিনিয়ার মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং পরে তিনি কল্যাপাড়া মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে যোগদান করে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত থাকলেও দলমত সবার কাছেই প্রিয়মুখ ছিলেন।
অধ্যক্ষ মাওঃ তায়েব আলীর পারিবারিক সূত্র জানিয়েছেন, সোমবার (২ জুন) কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় তার নামাজে জানাযার পর কাহালুর গুরুবিশা গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply