মুহাম্মাদ আবু মুসাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাতীয় পার্টি থেকে প্রতিদ্ব›দ্বীতা করার জন্য ৭জন দলীয় মনোনয়নপত্র উত্তোলন করে তা জমা দিয়েছেন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। ২৪নভেম্বর/২৩ শুক্রবার মনোনয়নপত্র উত্তোলনকারীদের সাক্ষাতকার নিয়েছেন মনোনয়ন বোর্ড। ৪২ বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র উত্তোলন করে তা জমা দিয়ে সাক্ষাতকার দিয়েছেন তাঁরা হলেন সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকার পিন্টু, সাবেক এমপি এ্যাডঃ আলতাফ আলী, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকপার্টির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান সরকার স্বপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা শাখার সভাপতি ঠিকাদার লিয়াকত আলী সরকার, শাজাহানপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল হান্নান, জেলা যুব সংহতির দপ্তর সম্পাদক রাকিব হাসান সানি ও শাজাহানপুর উপজেলা যুব সংহতির সহ-সভাপতি নজরুল ইসলাম। পার্টির মনোনয়নপত্র উত্তোলনকারীদের মধ্যে সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান সরকার স্বপন এর সাথে কথা বললে তিনি জানান, আমি বহু বছর আগে থেকে জাতীয় পার্টির করে আসছি। কোন দিন দল বদল করিনি, বগুড়াতে আমরা জাতীয় পার্টি ধরে রাখছি। ফলে বগুড়া- ৭ আসন থেকে আমি মনোনয়ন পাবো বলে শতভাগ আশাবাদী। গাবতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ঠিকাদার লিয়াকত আলী সরকার জানান, পার্টি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি প্রার্থী হবো। আর না দিলে যাকে দেবে তার পক্ষে নাঙ্গল মার্কার জন্য কাজ করবো।
Leave a Reply