মুহাম্মাদ আবু মুসাঃ মহাকাশ গবেষনা কেন্দ্র (নাসা) স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর আমন্ত্রণে বগুড়া গাবতলীর মেধাবী ছাত্র কাজী মইনুল ইসলাম যুক্তরাষ্ট্রে গেছেন।
১৩মার্চ রাতের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। ১৬মার্চ এক সেমিনারে অংশ নিতে এখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নাসায় ৮৯টি দেশ অংশ গ্রহন করলে গাবতলীর মইনুল ইসলামসহ বাংলাদেশের চারজন (সাস্ট অলীক টিম) বিজয়ী হয়। এরা চারজনই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৮সালে এরা বিজয়ী হলেও করোনার কারনে যেতে না পারায় এখন ওই ৪ জন অংশ নিচ্ছন। বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নেপালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল ইসলাম টিটু’র বড় ছেলে কাজী মইনুল ইসলাম। কাজী মইনুল ইসলাম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার এই সাফল্য’র জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। এ ছাড়া ২০২১সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) দল মহাকাশ ৪জন বিজয়ী হলে ওই টিমও মহাকাশ গবেষনা কেন্দ্র (নাসা) স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেছেন। উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন মহাকাশ বিজয়ী কাজী মইনুল ইসলাম ও তার বাবা কাজী আনোয়ারুল ইসলাম টিটু।
Leave a Reply