মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের গোদারপাড়া উত্তর পাড়া এলাকার রবিউল ইসলাম রবিন (১৬) নামে এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৪ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টায় গোদারপাড়া এলাকায় তাঁকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত রবিন গোদারপাড়া উত্তর পাড়ার নওশাদ আলীর ছেলে বলে জানা গেছে। সে বগুড়া টিটিসি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্র বলেও স্থানীয়রা জানান। কয়েকটি সূত্র জানিয়েছে, মাদক কারবারী নিয়ে দ্বন্দ্বের জেরে ওই স্কুলছাত্র খুন হতে পারে। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সুজন মিয়া সাংবাদিকদের কাছে স্কুলছাত্র রবিউল ইসলাম রবিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com