1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

বগুড়ার দুই আসনের উপনির্বাচনে মোট ২৫৫ ভোট কেন্দ্রের মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ

  • শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৮৬

সোনাতরা সংবাদ ডেস্কঃ আগামী ১ ফেব্রুয়ারি বগুড়ার দুটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে জমে উঠেছে প্রচার। সেই সঙ্গে বেড়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার ছেঁড়ার অভিযোগ।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান লাইভে এসে অভিযোগ করেছেন নৌকার লোকজন একাধিক স্থানে তার ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেছেন। তিনি প্রমাণসহ অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, শুধু তার প্রতীকেরই নয়; স্বতন্ত্র প্রার্থী মাছুদার রহমান হেলালের আপেল প্রতীকের পোস্টারও ছেঁড়া হয়েছে। হিরো আলমের প্রচারেও বাধা দেওয়া হচ্ছে।সূত্র- কালবেলা
আরেক স্বতন্ত্র প্রার্থী সরকার বাদলের কুড়াল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এতে করে ভোটের দিন সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ভোটারদের মনে। এদিকে, জেলা পুলিশের গোপনীয় শাখা (ডিএসবি) থেকে জানা গেছে, বগুড়ার দুটি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ২৫৫টি। এর মধ্যে ১৫৮টিকেই ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে বগুড়া-৬ সদর আসনে মোট ১৪৩টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৭৯টি এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ১১২টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭৯টি। ডিএসবি সূত্র জানায়, দুই আসনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বগুড়া-৪-এর কাহালু উপজেলার ভোটকেন্দ্রগুলো। ওই উপজেলায় ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টিই ঝুঁকিপূর্ণ। ওই আসনের নন্দীগ্রাম উপজেলার ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বগুড়া-৬ সদর আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র ৬৪টি। বাকি ৭৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ডিএসবি পুলিশের পরিদর্শক জি এম শামসুর নুর বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এমন প্রতিটি কেন্দ্রে থাকবেন চারজন পুলিশ এবং ১২ জন করে আনসার সদস্য। এ ছাড়া উভয় আসনেই ভোটের আগে থেকে বিজিবি, র‌্যাব, মোবাইল টিমসহ নানা ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এদিকে, বগুড়ার দুই আসনে উপনির্বাচন সুষ্ঠুু হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। এই দুই আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া-৬ আসনে ১১ জন এবং বগুড়া-৪ আসনে ৯ জন। নির্বাচন প্রসঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সুষ্ঠুু ভোটের মাধ্যমেই নৌকার বিজয় চাই। ভোটাররা উন্নয়নের স্বার্থেই নৌকায় ভোট দেবেন বলে আমরা বিশ্বাস করি।’
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সাইফুল ইসলামও তপশিল ঘোষণার পর থেকে বলে আসছেন, সুষ্ঠু ভোট করতে যা করা প্রয়োজন তাই করা হবে। এ বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট