মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ ঘেঁষে খড়ের পালা দেয়া হয়েছে এবং গরু ছাগল বেঁেধ রেখে পরিবেশ দুষণ করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁিকতে রয়েছে। গতকাল ওই বালিকা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে চিত্রটি চোখে পড়ে। শিক্ষার্থী মলি রানী চাকী, টুম্পাসহ আরো অনেকে এই প্রতিবেদককে জানিয়েছে, আমরা প্রতিদিনই গরু ছাগলের পায়খানার দুর্গন্ধের শিকার হয়ে স্বাস্থ্য ঝুঁিকতে রয়েছি। ফলে স্বাস্থ্য ঝুঁিক থেকে রক্ষার্থে এবং খেলার মাঠের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও শিক্ষানুরাগীরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com