
গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৬ দোকানীকে অর্থ জরিমানা করা হয়েছে।
রমজানকে সামনে রেখে শনিবার (২৫মার্চ) দুপুরে মহাস্থান হাটের সরেজমিনে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উন্মে কুলসুম সম্পার নেতৃত্ব এ অভিযান চালানো হয়। এসময় মহাস্থান বাজারে ৬টি দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা আইনে চাল ব্যবসায়ী আলাউদ্দিনক ৫০০ টাকা, সেলিম রেজাকে ৫০০ টাকা আব্দুস ছালামকে ৫০০, আমজাদ হোসেনকে ৫০০ মাংসের দোকানী আব্দুর রহমানকে ১হাজার টাকা ও কামরুজ্জামানকে ১হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জেলা প্রশাসন এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামানসহ শিবগঞ্জ থানা আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম সম্পা বলেন, মহাস্থানহাট মনিটরিং এর সময় মূল্য তালিকা না থাকায় ৬টি দোকানীকে জরিমানা করা হয়েছে। রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য এই অভিযান রমজানের প্রতিদিনই চলবে বলে তিনি জানিয়েছেন।
Related
Leave a Reply