প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ২:০৮ পূর্বাহ্ণ
বগুড়ার মহাস্থানে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাত দখলদারদের উচ্ছেদ
গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে বগুড়ার মহাস্থানে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও জনপদ বিভাগের জায়গা উন্মুক্ত করা হয়েছে। গত রবিবার সকাল ১০টায় মহাস্থান বন্দরে ত্রিমোহনী এলাকায় এ অভিযান চালানো হয়।
উচ্ছেদের ২ দিন আগে সকল দখলদারদের মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সওজ। নির্দেশ অমান্য করে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় এ উচ্ছেদ অভিযানে তাদের গুড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে বিভিন্ন ফুটপাতের দোকান এবং রাস্তার পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, কারো ক্ষতি করার জন্য অভিযান চালানো হয়নি। যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ঈদ-উল-ফিতর উপলক্ষে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে যানজটমুক্ত ও ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে জেলা পুলিশের সমন্বয়ে গত শনিবার (১৫ এপ্রিল) সকালে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
এসময় প্রধান অতিথি (ডিআইজি) নাগরিকদের নিরাপদ ও ফুটপাত দখলমুক্ত করতে সকলের সম্মিলিত সহযোগিতায় বগুড়া হয়ে উত্তরবঙ্গগামী বাড়ী ফেরা নাগরিকদের একটি নির্বিঘ্ন, নিরাপদ ও যানজট মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় অবৈধ দখলদারদের বারবার মাইকিং করে সচেতন করা হয়েছিল। কিন্তু অনেকেই তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় অভিযান চালানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত