গোলাম রব্বানী শিপন, বগুড়া-;মহাস্থানঃ শীতে কাঁপছে বগুড়ার মানুষ। সেই দুঃস্থ শীতার্তদের উষ্ণতা দিতে বগুড়া-২ শিবগঞ্জ আসনের এমপি বীর মুুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ’র নিজস্ব তহবিল থেকে তার নিজ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ মাঠে ৩ শতাধিক মানুষকে কম্বল দেন।
কম্বল বিতরণকালে এমপি শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ইতোমধ্যেই জাতীয় পার্টির পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও এলাকার শীতার্ত মানুষদের মাঝে তিনি কম্বল বিতরন করেন। এমপি আরও বলেন, জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। পল্লীবন্ধু প্রয়াত এরশাদের আদর্শে গড়া জাতীয় পার্টির পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফার আলী, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন খোকা, কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশিদ প্রামানিক, ইউপি সদস্য বেলাল হোসেন মন্ডল, সমাজ সেবক বেলায়েত হোসেন বাবলু, মোশারফ হোসেন, মনিং সান কেজি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, মোজাফফর হোসেন প্রমূখ।
Leave a Reply