বিকাশ চন্দ্র স্বর্নকার (বগুড়া)ঃ বগুড়ার শেরপুরে উপমহাদেশের ঐতিহাসিক ৫১পিঠের অন্যতম পীঠস্থান মা ভবানীর মন্দিরের মুল ফটক ও বেষ্টনী প্রাচীর পুন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ২৩নভেম্বর বুধবার বিকেল ৪টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের মাভবানী মন্দির প্রাঙ্গণে নির্মানের ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা শারমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, প্রাচীর নির্মান কাজের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী অমৃত লাল সাহা, অত্র মন্দিরের সেবা পুজা উন্নয়ন ও পরিচালনা কমিটির আহবায়ক দিলীপ দেব, বিশিষ্ট আইনজীবী এ্যাড. নরেশ মুখার্জী, সাংবাদিক নিমাই ঘোষ, সিমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, ভবানী পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্যামল বসাক, স্বপন কুমার চক্রবর্তী,গোপাল তেওয়ারি, নির্বাহী সদস্য শ্রীচন্দন চক্রবর্তী,আকাশ কুন্ডু, পরিমল দত্ত, মন্দিরের তত্ত্বাবধায়ক শ্রী অপুর্ব চক্রবর্তী, পুজারী সহ শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com