সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে আত্মরক্ষার কৌশল শিখছে তরুণীরা। শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশনের আয়োজনে এই কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বারো থেকে পঁচিশ বছরের ৩০ জন তরুণী এই প্রশিক্ষণ নিচ্ছেন। বাংলাদেশ শেশিনকাই সিতো-রিউ করাতে-দো এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক হালিমা খাতুন আত্মরক্ষার নানা কৌশল শেখাচ্ছেন। নিজেকে রক্ষায় তরুণীরাও সেই কৌশল রপ্তের চেষ্টা করছেন।
‘ভবিষ্যতের জন্য যুব দক্ষতার রূপান্তর’-প্রতিপাদ্য বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে নারীদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে উইমেনস হ্যাভেন ফর হিউম্যানিটি সংস্থার সহযোগিতায় স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান এই প্রশিক্ষণের আয়োজন করেন। নারীদের প্রাথমিক আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের নাম দেওয়া হয়েছে ‘আপোষ নয়, আত্মরক্ষা’। এই উপজেলায় এমন উদ্যোগ এই প্রথম।
আজ শুক্রবার এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, কারাতে প্রশিক্ষক আমিনুল ইসলাম, স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশানের উপদেষ্টা পরিষদের সভাপতি শাহনাজ পারভীন, সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুমা মরিয়ম এবং স্বেচ্ছাসেবক আমিনা মুমতারিন শ্রেয়া।
কারাতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রশিক্ষক হালিমা খাতুন বলেন, সমাজে নানা অবক্ষয় দেখা দিচ্ছে। বখাটেদের উৎপাত বেড়েই চলছে। ফলে প্রতিনিয়তই নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া কোনো মানুষ বিপদে পড়লে উপস্থিত লোকজন সাহস করে এগোতে চায় না। তাই শিশু থেকে বৃদ্ধ সবারই কারাতে শেখা উচিত। তাছাড়া এই কারাতে শেখা শারিরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ভালো ভূমিকা রাখে। কিন্তু এটা শেখার তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না বললেই চলে। সেই দিক বিবেচনায় স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশানের এই উদ্যোগ তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ ও ব্যাপক সাড়া ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি শাহনাজ পারভীন বলেন, নারীরা এখনো অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। তাই মেয়েদের নিজেদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ খুবই জরুরি। সেই দিক বিবেচনায় স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশানের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চলমান থাকবে। প্রথম পর্যায়ে ৩০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Leave a Reply