বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে দুই দিন নিখোঁজ থাকার পর বাঙ্গালী নদী থেকে মহরম আলী (৪৫) নামে ইউনিয়ন যুবলীগের সদস্য , আ’লীগ নেতার ভাই ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামির লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর ব্রিজের পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার রাতে মহরম আলী নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় নদীতে ডুবে মারা গেছেন মহরম। তিনি সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সদস্য।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতে একটি সাধারণ ডায়েরি পরিপ্রেক্ষিতে এক ভিকটিমের খোঁজ নিতে শেরপুর থানার এসআই মোস্তাফিজুরের নেতৃত্বে পুলিশের একটি দল সীমাবাড়ী বাজারে যায়। ওই সময় বাঙ্গালী নদীর পাড়ের উপর বাজারে দোকানের সামনে বসে থাকা মহরম আলী পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে মহরমকে কেউ দেখতে পায়নি।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা মহরমের ভাই সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের বাসায় যাচ্ছিলাম। পথে রাত দেড়টার দিকে সীমাবাড়ী বাজারে গেলে এক ব্যক্তিকে গলির ভিতরে দৌড়ে পালিয়ে যেতে দেখি। সেখানে জানতে পারি , মহরম আলী পুলিশ দেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, সোমবার রাতে মহরম বাসায় ফিরেনি। তাকে কোথাও দেখা যায়নি। বুধবার (২৪ মে) সকালে খবর পাই নদী থেকে তার লাশ উদ্ধার হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, মহরমের বিরুদ্ধে সিরাজগঞ্জে মাদক ও শেরপুর থানায় মারামারির মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট হয়েছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com