মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়য়ে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। এর পর প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি করা হয়। পরে তাঁর (প্রধান শিক্ষক) সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সিনিয়র শিক্ষক মোছা: বদরূন্নাহার বেগম, মাধ্যমিক স্তরের ছাত্রি মৌনীলতা রায়। অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও ছাত্রিবৃন্দ। দোয়া পরিচালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক রুহুল আমিন, উপস্থাপনায় ছিল- মাধ্যমিক স্তরের ছাত্রি মৌনীলতা রায়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকীর কেক কর্তন করেন।
Leave a Reply