মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের চকফরিদ এলাকায় আসামীদের সাথে ভিকটিম এ্যাডভোকেট চাঁনমিয়া মন্ডলের জমি নিয়ে বিরোধ হয়। এর জেরে গত ১ নভেম্বর সকাল সোয়া ৯ টার দিকে বাড়ী থেকে আদালতের উদ্দেশ্যে রওনা করে পথিমধ্যে সাড়ে ৯ টার দিকে চকফরিদ মাটির মসজিদের দক্ষিন পূর্ব দিকে (জনৈক মোহাম্মদ আলীর বাড়ীর পার্শ্বে) পাকা রাস্তার উপর পৌছা মাত্র আসামীরা ভিকটিম মো: চাঁনমিয়া মন্ডলকে ধারালো কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ১ নভেম্বর বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। গত ৫নভেম্বর সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় চাঁনমিয়া মৃত্য বরণ করে। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।
এরই ফলশ্রুতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এর একটি আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে ৬ নভেম্বর রাত দেড় টায় চাঁনমিয়া হত্যার পরিকল্পনাকারী মোঃ রঞ্জন (৩৬), পিতা- আঃ রশিদ প্রামানিক, সাং- কলোনী চকফরিদ, থানা ও জেলা-বগুড়া’কে সদর থানার কলোনী এলাকা হতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত রঞ্জন এর নামে ৪ টি হত্যা ও ১টি অস্ত্র মামলা রয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হবে।
Leave a Reply