সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে প্রচারে জন্য বাড়ির উঠানে কবর খুঁড়ে ১০ ঘণ্টা ভেতরে শুয়ে ছিলেন মিজানুর রহমান রনি। এ কাজে সহায়তা করেন তার ভাই মিলন আলী।
বিষয়টি জানাজানি হওয়ার পর দুই ভাইকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে।
রনির বাবা মোকছেদ আলী বলেন, তার ছেলে একজন ইউটিউবার। রনি হেঁটে দেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করে। ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য রনি কবরে ভেতরে প্রবেশ করে ভিডিও ধারণ করে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই ভাইকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply