মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে গোপাল চন্দ্র (৩৭) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে অন্যান্য জুয়ারু। গতকাল রবিবার (২অক্টোবর) ভোর রাতে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা (হিন্দুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র তেলিহারা (হিন্দুপাড়া) গ্রামের শ্রী কৃত্ত রঞ্জন চন্দ্র এর ছেলে। জানা গেছে, শনিবার রাতভর গোপাল চন্দ্রসহ তার বন্ধুরা মিলে জুয়া খেলে। রবিবার ভোরে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে গোপাল চন্দ্রের সাথে কথা কাটাকাটির হয়। এর এক পর্যায়ে গোপাল চন্দ্রকে তার জুয়া খেলার সহপাটিরা লাথি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং গোপাল চন্দ্রকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গোপাল চন্দ্রকে মৃত্যু বলে ঘোষনা করেন। পরে পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই এলাকার শ্রী বিকম (৩৫), মোঃ হেলাল (২৭) কে আটক করেছে। এ ছাড়া শ্রী কাজল সরকার (৩৯), ও শ্রী পাপ্পু দাস (২৩) কে জিজ্ঞাসাবাদ শেষে মামলার স্বাক্ষী করা হয়েছে। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর সাথে কথা বললে তিনি জানান, রাতে জুয়া বা তাস খেলাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরো দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও তারা মামলার স্বাক্ষী হিসেবে থাকবে।
Leave a Reply