1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

বগুড়ায় দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে সংবাদ সম্মেলন করলেন বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩৪৭

আব্দুর রাজ্জাকঃ বগুড়ায় দাদন ব্যবসায়ী চক্রের যাতাকলে পিস্ট গাবতলী উপজেলার তেলিহাটা সুখানপুকুর মোজাম্মেল হকের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহফুজুর রহমান। তিনি তার স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য দাদন ব্যবসায়ী গাবতলী বাইগুনির মোঃ মুকুল হোসেন, সাহবাজপুর গোবিন্দগঞ্জের মোঃ লাভলু বেপারী, মোঃ মাহবুবুর রহমান নিকট হতে দুই লাখ টাকা গ্রহন করেন। দাদন ব্যবসায়ীরা ঋনের বিপরীতে ২০১৬ সাল এ পর্যন্ত ২৬ লাখ ৬০ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে। ওই দাদন ব্যবসায়ী সুকৌশলে তার মুক্তিযোদ্ধার কাগজপত্র সহ সোনালী ব্যাংক সোনাতলা শাখার ১৫টি চেকের পাতায় স্বাক্ষর করে নেয়। তারপর প্রতারণা করেৃ ঋন পরিশোধের নামে ব্যাংক হতে তিন লাখ টাকা তার নামে ঋন গ্রহণ করে। পরে তারা স্বাক্ষর জাল করে ব্যাংক হতে ৭০ পাতার চেকের বই তুলে নেয়। সেই চেকের পাতা দিয়ে তার নামে থাকা মুক্তিযোদ্ধার ভাতা ও বোনাস তারা তুলে আত্মসাৎ করে। তিনি তার মুক্তিযোদ্ধার কাগজপত্র ও ব্যাংক ঋন পরিশোধের পর বর্ধিত টাকা ফেরত চাইতে গেলে দাদন ব্যবসায়ীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইতিমধ্যে টাকার অভাবে তার স্ত্রী ও সন্তান মারা যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ধর্না দিলেও তিনি কোন প্রতিকার পায়নি।
পরবর্তীতে তারা তার স্বাক্ষর জাল করে এবং মোবাইল নম্বর বদলিয়ে তার মুক্তিযোদ্ধার ভাতা ও বোনাস তুলে আত্মসাৎ করে। পরে দাদন ব্যবসায়ীরা ব্যাংকের ব্যবস্থাপকের যোগসাজসে ব্যাংক হতে মুক্তিযোদ্ধার কাগজপত্র জমা দিয়ে ব্যাংক হতে আরো ৫ লাখ টাকা ঋন গ্রহণ করে। একই কায়দায় স্বাক্ষর জাল করে পরে এই চক্র ১০ লাখ টাকা ঋন গ্রহণ করে। এভাবে তারা পরবর্তীতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জমা দিয়ে স্বাক্ষর জাল করে সর্বমোট ২৬ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করে।
গত ১৩ এপ্রিল তিনি দাদন ব্যবসায়ী মুকুল ও লাভলুর কাছে তার মুক্তিযোদ্ধা সনদ ও তার ঋন পরিশোধের পর বাকি টাকা ফেরত চাইতে গেলে তারা তার নিকট হতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে তার গলায় ফাঁস লাগিয়ে মারপিট করে পাজাকোলা করে দোকানের বাহিরে ফেলে দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় এলাকাবাসী তাকে শজিমেকের কাডিওলোজি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনার পর হাসপাতাল হতে ফিরে তিনি নিজে বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১১০সি /২০২৩ (সোনাতলা)। মামলা দায়েরের পর ওই দাদন ব্যবসায়ীরা প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে এবং তার মুক্তিযোদ্ধার কাগজপত্র ফেরত সহ তার নামে স্বাক্ষর জাল করে তোলা মুক্তিযোদ্ধার ভাতা বোনাস ২৬ লাখ ৬০ হাজার টাকা ফেরত পেতে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মাহফুজার রহমান ১৮ মে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য রাখেন। তাঁর লিখিত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি রাজশাহী, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের নিকট অনুরোধ জানান। সাংবাদিক সম্মেলনে তার প্রতিবন্ধী ছেলে ও মেয়ে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট