গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ায় দুর্বৃত্ত কর্তৃক মতিউর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে বগুড়া সদরের নিশিন্দারা একটি ফিলিং স্টেশনের পাশে এ খুনের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান ফকিরপাড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে জামাই ও মৃত মহির উদ্দিন এর পুত্র বলে জানা গেছে। সে শহরের গোদারপাড়া বন্দরে বি জি ল্যাবরেটরিজের কর্মচারী ছিলেন।
বগুড়া সদর থানা পুলিশনও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতি দিনের ন্যায় শনিবার সকালে মতিউর বাড়ি থেকে গোদারপাড়া অফিসের দিকে যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মতিউরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সুজন মিয়া জানান, নিহত মশিউর রহমানের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে। তবে মশিউর রহমানকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তাৎক্ষণিক ভাবে তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। আশেপাশের সিসি টিভি ফুটেজ দেখে খুনীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে কাজ করা হচ্ছে বলে তিনি যোগ করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com