সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় শহিদ মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সারিয়াকান্দি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় শহিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের সঙ্গে আসামি শহিদের ইমোতে পরিচয় হয়। পরে তাদের বন্ধুত্ব হয়। সুযোগবুঝে শহিদ ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এক সময় ভিকটিমকে ব্ল্যাকমেইল শুরু করে শহিদ।
এক পর্যায়ে ভিকটিমকে হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে শহিদ। পরে সেসব আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে ৫ লাখ টাকা দাবি করে। তখন নিরুপায় হয়ে গতকাল মঙ্গলবার ভিকটিম গাইবান্ধা সদর থানায় শহিদের বিরুদ্ধে মামলা করে।র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘বগুড়া র্যাবের ক্যাম্পে ওই অভিযোগ পাওয়ার পর তাদের টিম আসামি শহিদকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দির নিজ এলাকা থেকে আসামি শহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলার সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।’
Leave a Reply