মুহাম্মাদ আবু মুসা: বগুড়া-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ২ফেব্রæয়ারী/২৩ বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদে সৌজন্য সাক্ষাত করতে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ডাঃ মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা আব্দুল্লাহেল বাকী পাইকার, জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশাসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ১ফেব্রæয়ারী/২৩ বুধবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরের দিন বৃহস্পতিবার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন এর সাথে তিনি (রিপু) সৌজন্য সাক্ষাত করতে ছুটে যান। এ ছাড়াও তাঁর প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম ওমর এর বাসায় সৌজন্য সাক্ষাত করতে যান। অন্যান্য প্রার্থীদের বাসাতেই যাবেন বলে জানা গেছে। তাছাড়া দিনভর দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নব-নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply