মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত হুইলচেয়ার অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। ১২ ডিসেম্বর সোমবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত হুইল চেয়ারগুলো বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগার তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মমিনুর রশীদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com