মুহাম্মাদ আবু মুসাঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২০ফেব্রæয়ারী/২৩ সোমবার শহরের শহীদ খোকন পার্কে অমর একুশে বই মেলার উদ্ধোধন করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি (রিপু এমপি) প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বার, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক দিনেশ সরকার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিক এবং দপ্তর সম্পাদক সাংবাদিক এইচ আলিম এর পরিচালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশারি মানুষ। প্রধান অতিথি অমর একুশে বই মেলার উদ্ধোধন শেষে অনন্য রফিক এর লেখা মধ্যম পুরুষ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া আরো ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনন্য রফিক এর লেখা আরো ৮টি বই রয়েছে, যা পাঠকের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনন্য রফিক জেলার গাবতলী উপজেলার সোনারায় গ্রামের মৃত নাজিম উদ্দিন মন্ডল এর ছেলে এবং জেলার সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
Leave a Reply