বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ট্রাষ্ট ব্যাংকের কর্মচারী ও সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী (৬০ ) বগুড়া সদর উপজেলার খামারখন্দ এলাকার তাহের উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বেসরকারি ট্রাষ্ট ব্যাংক বগুড়া শাখার ষ্টাফ হিসেবে কর্মরত ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মো: হোসাইন। তিনি বলেন, সকালে বাড়ি থেকে নিজ মোটরসাইকেলযোগে শাজাহানপুরের কর্মস্থল বি-ব্লকের দিকে যাচ্ছিলেন ইয়াসিন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।
Leave a Reply