কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রজ্ঞাপন জারী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে
সেই সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বগুড়া সদর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা
কৃতজ্ঞতা প্রকাশ অভিনন্দন জানিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। বগুড়া সাতমাথা থেকে বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার সাথ মাথায় এসে শেষ হয়
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আঃ হান্নান, বগুড়া জেলা সম্মিলত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। মিছিলে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার (বগুড়া-জয়পুরহাট) পুন্ড্র অঞ্চলের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ব
এদিকে আনন্দ মিছিল শেষে বগুড়া থিয়েটারের গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সাংগঠনিক রিপোট প্রেস, নাটক মঞ্চায়ণে মনোযোগী হওয়া, ভোর শিশু সংগঠনের কার্যক্রম সচল রাখা, আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত কাহালু থিয়েটারের আয়োজনে দুই বাংলার নাট্যোৎসব, ২৪ থেকে ২৬ পর্যন্ত পাঁচবিবি থিয়েটারের দুই বাংলার নাট্যোৎসব, ২৯ মে বগুড়া থিয়েটারর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সবাইকে আহবান জানানো হয়।
এছাড়াও ২৪ মে পাঁচবিবি থিয়েটারের দুই বাংলার নাট্যোৎসবে ও ২৫ মে পুঠিয়া থিয়েটারের দুলাল লোক নাট্য উৎসবে শিল্পপিতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর আগমনকে ঘিরে অনুষ্ঠানগুলোতে গ্রাম থিয়েটারের সকল কর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com