সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে করোনা টিকার ব্যবহৃত সিরিঞ্জ ও ভায়াল বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হাসিনা খাতুন। গত শনিবার ব্যবহৃত সিরিঞ্জ ও ভায়াল ভ্যানবোঝাই করে ভাঙড়ি হিসেবে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত হাসিনা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। একইসঙ্গে উদ্ধার করা সিরিঞ্জ ও ভায়াল ধ্বংস করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা টিকার ব্যবহৃত সিরিঞ্জ ও ভায়াল ধ্বংস করার কথা থাকলেও তা ওই নারী ভ্যানবোঝাই করে ভাঙড়ি হিসেবে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এক গণমাধ্যমকর্মীর নজরে পড়লে তিনি হাসিনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ওই নারীকে ভ্যানবোঝাই মালামালসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে নিয়ে যাওয়া হয়।
হাসিনা খাতুন জানান, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি এই কাজের সঙ্গে জড়িত নয়।
শাজাহানপুরের ইউএনও আসিফ আহমেদ জানান, বিষয়টি জানার পর জড়িত নারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন বলেন, উদ্ধার করা সিরিঞ্জ ও ভায়াল ধ্বংস করা হয়েছে। ওই নারীকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য শোকজ করা হয়েছে। এ বিষয় জবাব পেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।-দৈনিক আমাদের সময় অনলাইন
Leave a Reply