বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ভ্যানচালককে হত্যার দায়ে ১ জনের ফাঁসি ও ৭ জনকে ১ বছরের সাজার আদেশ প্রদান করেছে আদালাত। এছাড়া এই মামলায় অন্য দুই আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
১৫ মার্চ দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন এই আদেশ প্রদান করেন। উক্ত আদেশে বলা হয়েছে ১ নং আসামী মোঃ ইউনুস আলী মোলা পিতা- মৃত তমিজ উদ্দিন মোলা সাং অঘোর ধোয়া পারা থানা কাহালু, জেলা বগুড়া এর বিরুদ্ধে পেনাল কোড ১৯৬০ এর ১৪৩/৩২৬/৩০৭/৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় এই আসামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দন্ডিত করা হলো তৎসত ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হলো।
অপর আসামী মোঃ আফজাল হোসেন ফকির, পিতা-মৃত মজিবর ফকির, মোঃ আশরাফুল সরকার, পিতা- মোঃ আজাদ সরকার, আতাউর রহমান, পিতা- মোঃ আব্দুল খালেক সরকার, মোঃ সবুজ সরকার পিতা- মোঃ আজাদ সরকার, মোঃ আজিজুল হক রনি, পিতা- মোঃ শাহজালাল, সর্বসাং অঘোর ধোয়া পাড়া, কাহালু, বগুড়া। এদের প্রত্যেকের বিরুদ্ধে পেনাল কোড এর ১৪৩/৩২৩/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাদের ১৪৩ ধারয় ৬ মাসের কারান্ড ও ৩২৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হলো। সাজার মেয়াদ ১ টির সাথে অন্যাটি কার্যকর হবে। এছাড়া অপর আসামী মেহেরুন বেগম, স্বামী- মোঃ ইউনুছ আলী মোলা ও মোছাঃ বেলী খাতুনের বিরুদ্ধে আনীত অভিাযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হলো।
উলেখ্য ২০১১ সালের সভেম্বর মাসের ১১ তারিখে কাহালু উপজেলার অঘোর ধোয়া পাড়া গ্রামের ছামসুল আলী সরকারের পুত্র ভ্যানচালক জুরান আলী সরকারকে নিজ ঘরের দরজার সামনে পুর্ব শত্রুতার জের ধরে উক্ত আসামীগন মারপিট করলে তার মৃত্যু হয়। এঘটনায় পিতা ছামসুল আলী সরকার বাদি হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ১২ বছর বিচারাধীন কার্যক্রম শেষে আদালত এই আদেশ প্রদান করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com