প্রেস রিলিজঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গতকাল দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়ায় যাত্রা বিরতিকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে স্থানীয় সুজন নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর বগুড়া জেলা কমিটির সভাপতি ছালামত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন ড. বদিউল আলম মজুমদারের স্ত্রী তাজিমা হোসেন মজুমদার, সংগঠনের জেলা কমিটির উপদেষ্ঠা ও সাবেক পৌর প্যানেল মেয়র আমিনুল ফরিদ, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ নুর হাবিব, সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ, এ্যাডঃ কহিনুর খানম, তহমিনা পারভিন শ্যামলী, মুহাম্মাদ আবু মুসা, আনিছার রহমান, আব্দুর রহমান, হাবিবা নাসরিন, রাসেল মাহমুদ প্রমূখ। শেষে স্থানীয় সুজন নেতৃবৃন্দ’র সাথে ড. বদিউল আলম মজুমদার ফটোসেশন করেন।
Leave a Reply