1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের আত্মহত্যা

  • বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১৭

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের কলোনি এলাকায় নাঈম ভূঁইয়া (১৮) নামে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ মে) সকাল ৮ টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাঈম ভূঁইয়া ধুনট উপজেলার উজালসিং গ্রামের আব্দুল লতিফের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহত নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজু বলেন, আমরা দুই ভাই ও নানী শহরের কলোনি এলাকায় একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করি। নাঈম শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকে ১ম বর্ষে পড়াশোনা করত। গত কয়েকদিন ধরে পরিবারের কাছে টাকা চাচ্ছিল। কিন্তু টাকা দিতে না পারায় সে অভিমান করে ছিল। ঘটনার দিন বুধবার সকালে নাঈম ঘুম থেকে উঠে নাস্তা করে রুমে শুয়ে থাকে। পরে আমি বাইরে চলে যাই এবং আমার নানী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে ফ্যানের হুকের সাথে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে নাঈম। সকাল সাড়ে ৮ টায় বাসায় ফিরে ঘরে প্রবেশ করতেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তৎক্ষনাত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যাই।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় জানান, নাঈম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে তার মৃত্যুতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মুনজু ও সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক বার্তা জানিয়েছে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট