সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের মুষ্টির চাল নিয়ে মারধরের মামলায় আদালতে যাবার পথে আসামিদের হামলায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাক্ষী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ একই গ্রামের মোজাম্মেল হক। প্রায় এক মাস আগে ওই মসজিদের উন্নয়নে মুসল্লিদের বাড়ি থেকে এক মণ চাল উত্তোলন করে মসজিদ কমিটি। মসজিদের কোষাধ্যক্ষ ওই চাল বাকিতে বিক্রি করেন আব্দুল খালেকের ছোট ভাই আব্দুস ছাত্তারের কাছে। কিন্তু চালের টাকা পরিশোধ করতে তালবাহানা করে আব্দুস ছাত্তার।
এ বিষয়টি নিয়ে ৩ নভেম্বর মসজিদ চত্বরে আব্দুস ছাত্তার ও মোজাম্মেল হকের মাঝে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস ছাত্তার বাদী হয়ে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলায় মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ সাতজনকে আসামি করা হয়। মামলার সাক্ষী ছিলেন আব্দুল খালেক।
এ মামলায় মঙ্গলবার বগুড়া আদালতে হাজিরার দিন ধার্য ছিল। আব্দুস ছাত্তার ও তার ভাই আব্দুল খালেক মঙ্গলবার সকালের দিকে আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আসামিদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে আব্দুস ছাত্তার ও তার ভাই আব্দুল খালেকের ওপর হামলা চালায় মামলার ১ নম্বর আসামি ফজলুল হক ও তার লোকজন। এতে আহত হন আব্দুল খালেক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আব্দুল খালেকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply