সোনাতলা সংবাদ ডেস্কঃ বিশ্ব ভালোবাসা দিবসে মানববন্ধন ও সমাবেশ করেছেন বগুড়া সিঙ্গেল কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ভালোবাসার সুষ্ঠু বণ্টনের দাবিতে এ আয়োজন করা হয়।
‘প্রেমের নামে প্রহসন চলবে না’, ‘একাধিক প্রেম বন্ধ কর’, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘সিঙ্গেলরা আসছে, রাজপথ কাঁপছে’—এমন বিভিন্ন স্লোগানে কণ্ঠ মেলান কমিটির সদস্যরা। বগুড়া সিঙ্গেল কমিটির সভাপতি সাব্বির আহমেদ শাকিলের সভাপতিত্বে এই সমাবেশ হয়। সাব্বির আহম্মেদ বলেন, ‘কেউ অনেকটি প্রেম করবে আর আমরা সিঙ্গেল থাকব, এটা হতে পারে না। আমাদেরও ভালোবাসার ইচ্ছা হয়, আমাদেরও প্রেমিকার হাত ধরে হাঁটতে মন চায়।’ সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম বলেন, ‘সৌন্দর্য, অর্থ, মোহ- সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসা। সেই ভালোবাসার নামে কেউ যেন অতিরিক্ত কিছু করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।’ওই সময় উপস্থিত ছিলেন—কমিটির উপদেষ্টা মেহেরুন্নেসা ইতি, বি কে বিধান, শেখ সায়েদ, তানজিম আলিফ তানিমসহ কমিটির অন্যান্য সদস্য। মানববন্ধন ও সমাবেশ শেষে ক্যাম্পাসে জোড়া বৃক্ষরোপণ ও সৎ প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।-কালবেলা
Leave a Reply