মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার (১৬ ডিসেম্বর/২২) বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসুচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজে রেড ক্রিসেন্ট, গার্ল গাইড ও স্কাউট দলের অংশ গ্রহন, সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, রচনা ও দেশাত্বাবোধক গান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে সভায় দিবসটির উপর তাৎপর্যপূর্ণ আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান ফটু। অন্যান্যদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, শামীম মিয়া, সৈয়দা লতিফা আকতার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলমসহ সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকগণ, কর্মচারীবৃন্দ ও ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক স্তরের ছাত্রী সিমলা হোসেন জুঁই ও মায়মানাহ আহমেদ আরিশা। পবিত্র কোরান থেকে থেকে তেলওয়াত করেন মেহেরুন নেসা মাইশা ও গীতা পাঠ করেন বিজয়া রায়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন।
Leave a Reply