মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে “ঐতিহাসিক ৭ মার্চ দিবস/২৩” বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন এর নেতৃত্বে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, অভিভাবক সদস্য খায়রুল ইসলাম, রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক স্তরের ছাত্রী সিমলা হোসেন জুঁই ও নুসরাত জাহান অর্থী।
Leave a Reply