সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বগুড়া সদরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া নিয়োগ পত্র দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করতে ডিবি পুলিশ বগুড়াকে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বগুড়া সদরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হাসান মোঃ আশরাফুদৌলা (৪০) এর বিরুদ্ধে চাকুরী দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বাদি মরিয়ম খাতুন নামের এক ব্যক্তি। তিনি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়েছে, ওই মামলার আসামী আবুল হাসান মোঃ আশরাফুদৌলা একজন ধুরদ্ধর, প্রতারক ও অর্থ আত্মসাতকারী। সে বাদির নিকট চাকুরী দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা দাবি করে। এরপর অভিযুক্ত ব্যক্তি ভুয়া নিয়োগপত্র দিয়ে বাদির নিকট থেকে ২ লাখ টাকা গ্রহণ করে। নিয়োগ পত্র অনুযায়ী মামলার বাদি চাকুরীতে যোগদানের জন্য আসামীকে চাপ দিলে সে নানা টালবাহানা ও কালক্ষেপন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চাকুরীতে যোগদানে অপারগতা প্রকাশ করা সহ যোগদানে টালবাহানা করে। ফলে বাদির নিকট নিয়োগপত্রটি ভুয়া ও জালিয়াতি ধারণা করেন।
মামলায় আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে বাদির নিকট থেকে ২ লাখ টাকা গ্রহণ করে আত্মসাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এ বিষয়ে আবুল হাসান মোঃ আশরাফুদৌলার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে অনেক লেখালেখি হয়েছে। এতে আমি ভয় পাই না।
মামলাটি ডিবি পুলিশ বগুড়াকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, মোছাঃ সুরাইয়া আক্তার, পিতাঃ সিরাজুল ইসলাম মন্ডল গ্রামঃ শিচারপাড়া উপজেলাঃ সোনাতলা জেলাঃ বগুড়াকে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পত্র প্রদান করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসান মোঃ আশরাফুদৌলা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com