কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া টু সিরাজগঞ্জ শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণে যাছাই সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গল বিকেলে কাহালু মডেল মসজিদের নীচতলায় স্থানীয় ব্যবসায়ীদের সাথে রেল কতৃপক্ষ ও ডেভেলপমেন্ট এন্ড সেফগার্ড কলসালটেশন লিঃ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, এ্যাডঃ লিয়াকত আলী সরদারসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। অপরদিকে ডুয়েল গেজ রেলপথ নিমাণেং সংশ্লিষ্ট ডেভেলপমেন্ট এন্ড সেফগার্ড কনসালটেশন লিঃ এর পূর্ণবাসন বিশেষজ্ঞ মোঃ মোস্তাফিজুর রহমান, সার্ভে টিম লিডার মোঃ আয়ুব হোসেন, রেলওয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আসলাম হোসাইনসহ বেশ কয়েকজন কর্মকর্তা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম ডাবলু। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে রেলের জায়গায় চিহৃ দেওয়াসহ স্টেশন নির্মাণের জন্য যতটুকু জায়গা দরকার সেই অনুযায়ী ভ‚মি অধিগ্রহনের জন্য প্রাথমিক পর্যালোচনায় নিদ্ধারণ করা জায়গায় চিহৃ দেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। এতে করে রেলের জায়গার উপর নির্মিত গড়ে উঠা প্রায় ৪০০ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকরা উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। যারফল ব্যবসায়ীদের মতামত গ্রহনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ দাবী জানান, ব্যবসায়ীদের উচ্ছেদ না করে বগুড়া রাণীরহাট, শহরদিঘী অথবা কাহালু স্টেশন থেকে ১ কিলোমিটার পশ্চিমে অথবা পূর্ব দিকে জংশন করার প্রস্তাব দেন। এছাড়াও ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আসলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বাঁধার মুখে পড়তে পারে বলেও হুশিয়ারি দেওয়া হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com