মিজানুর রহমান রনি: আজ সোমবার ২০ মার্চ বগুড়া সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান দিগদাইড় ইউনিয় পরিষদ মোঃ সহিদুল হক টুল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ আহম্মদ আলীম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, সৈয়দ আহম্মদ কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রেজাউল কবির, শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষিক মাওলানা মোঃ অলিউল্লাহ।
প্রধান অতিথি সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান বক্তবে বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করেন র্ধমীয় শিক্ষক মাওলানা মোঃ অলিউল্লাহ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com