কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে উপ-নির্বাচনে অংশ গ্রহনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সতন্ত্র প্রার্থী মিলে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৫ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছেন।
তথ্যমতে বিভিন্ন দলের মনোনীত ৪ প্রার্থীর মনোনয়নপত্রে কোন ক্রুটি না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। বাঁকী ৫ জন সতন্ত্র প্রার্থীর নেওয়া ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকার কারণে এবং বর্তমান দায়িত্বরত পদ থেকে পদত্যাগ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ও সমালোচিত সেই আশরাফুল আলম ওরফে হিরু আলম, এ্যাডঃ ইলিয়াছ আলী ও গোলাম মোস্তফা।
যারা বৈধ প্রার্থী তাঁরা হলেন ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী জাসদ নেতা এ, কে, এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিন মোস্তফা কামাল ফারুক, জাকের পার্টি মনোনীত প্রার্থী আঃ রশিদ সরদার, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ তাজ উদ্দিন মন্ডল।
Leave a Reply