মুনসুর রহমান তানসেন, কাহালু থেকেঃ বুধবার বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপনির্বাচনকে ঘিরে নানা সমীকরণ হলেও ভোটের হিসাব-নিকাশ যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আশরাফুল আলম ওরফে হিরু আলমের আলোচনা এখন সবখানে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনী মাঠ সরগরম করতে না পারলেও প্রার্থী হিরু আলমের কারনে জনবহুল এলাকা অনেকটা সরগরম। হিরু আলম যেখানে গণসংযোগ করতে যাচ্ছে সেখানেই তাকে অনেকে ঘিরে তুলছে। কেউ তাঁকে এক নজর দেখার জন্য আবার কেউ তাঁর সাথে সেলফি তোলার জন্য হুমরি খেয়ে পড়ছেন। প্রচারের শেষদিন তিনি কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা ক্লাশরুম থেকে বেড়িয়ে আসে হিরু আলমকে এক নজর দেখার জন্য। সেখানে কেউ সুযোগ পেলেই তাঁর সাথে সেলফি তুলছে। এই আসনের নির্বাচনী এলাকায় তিনি যেখানেই গেছেন সেখানেই উৎসুক জনতার ভীড় হয়েছে। তৃণমূলে তাঁর তেমন কর্মী-সমর্থক না থাকলেও উৎসক জনতার মুখে মুখে শুধু হিরু আলমের নাম। অন্যান্য প্রার্থীদের নিয়ে খুব বেশী আলোচনা না হলেও হিরু আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে সরগরম ঠিক একইভাবে নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে হিরু আলমকে নিয়ে সরগম তরুণ-তরুণী ও উৎসুক জনতা। মোট কথা ভোটের হিসাব-নিকাশ বা ফলাফল কি হবে সেটা বড় বিষয় নয়, তবে হিরু আলমকে নিয়ে সবখানে ব্যপক আলোচনা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com