কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-কাহালু-নন্দীগ্রাম আসনে মশাল প্রতিক নিয়ে ১৪ দলীয় জোট প্রার্থী এ, কে এম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আলোচিত হিরু আলম একতারা প্রতিকে ১৯ হাজার ৪৮৬ ভোট পেয়েছেন। ভোট গণনা শেষে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাণিং অফিসার মোছাঃ মেরিনা আফরোজ বিজয়ী প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেনকে কাহালু উপজেলার ৬৩ কেন্দ্রের ফলাফলে প্রদান করেন। কাহালু উপজেলার মোট ৬৩ ভোটকেন্দ্রের ফলাফলে এ, কে, এম রেজাউল করিম তানসেন মশাল প্রতিকে ৯ হাজার ৪০ ভোট এবং আর নন্দীগ্রাম উপজেলার ৪৯ টি ভোটকেন্দ্রে ১১ হাজার ৩৩৭ ভোট পেয়েছেন। অপরদিকে আশরাফুল হোসেন ওরফে হিরু আলম কাহালু উপজেলার ৬৩ টি ভোটকেন্দ্রে ১১ হাজার ৫৬৪ ভোট এবং নন্দীগ্রাম উপজেলার ৪৯ টি ভোটকেন্দ্রে ৮০০৬ ভোট পেয়েছেন। দুই উপজেলা মিলে বগুড়া-৪ আসনে এ, কে, এম রেজাউল করিম তানসেন মোট ২০ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। কাহালু উপজেলায় মোট ২৩.০৭% ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply