কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচনে আইনে লড়াই শেষে এখন সাতজন বৈধ প্রার্থী। সকল প্রার্থীই প্রতিক বরাদ্দ পেলেও এখনো জমে উঠেনি নির্বাচনী প্রচারণা।
সংশ্লিষ্ট সুত্রমতে এই আসনে উপ-নির্বাচনের জন্য মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৯ জন প্রার্থীর মধ্যে আলোচিত আশরাফুল ইসলাম ওরফে হিরু আলমসহ ৫ জনই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আইনি লড়াইয়ের মাধ্যমে হিরু আলমসহ ৩ জন প্রার্থী তাঁদের প্রার্থীতা ফিরে পান।
এই আসনের ৭ জন প্রার্থীর মধ্যে দলীয় মনোনয়নে ৪ জন ও সতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। আইনি লড়াইয়ের কারনে একটু বিলম্বে হিরু আলম প্রতিক বরাদ্দ পেয়েছেন। তিনি বরাবরই সিংহ প্রতিক নেওয়ার কথা বলে আসলে অবশেষে তাঁর প্রতিক বরাদ্দ হয়েছে একতারা।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি এই আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা এ, কে, এম রেজাউল করিম তানসেন (মশাল প্রতিক), জাতীয় পার্টির প্রার্থী শাহিন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল প্রতিক), জাকের পার্টির প্রার্থী ( গোলাপ ফুল প্রতিক), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ তাজ উদ্দিন (ডাব প্রতিক), সতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল (ট্রাক প্রতিক), সতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল প্রতিক) ও আলোচিত হিরু আলম (একতারা প্রতিক) নিয়ে নির্বাচন করছেন।
এদিকে এই আসনে বড় দলের কোন প্রার্থী না থাকায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে এখনো তেমন কোন আগ্রহ দেখা যায়নি। প্রতিক বরাদ্দ পাওয়ার পরেও ২/১ জন প্রার্থীর পোস্টার ছাড়া বেশীরভাব প্রার্থীরই পোস্টার এখনো দেখা যায়নি নির্বাচনী এলাকায়।
নির্বাচনী প্রচারণা জমে না উঠলেও খুরচা দলের প্রার্থী ও সতন্ত্র প্রার্থীদের নিয়ে চায়ের আড্ডা, হোটেল-রেঁস্তোরায় ও বিভিন্ন স্থানে খুচরা আলাপ-আলোচনা কোন কমতি নেই। প্রার্থীদের দোষ-গুণ নিয়ে চুলছেঁড়া বিশ্লেষন শুরু হয়েছে নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে।
Leave a Reply