কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচনে সাতজন প্রার্থী মাঠে থাকলেও তাদের প্রচার-প্রচারণায় তেমন কোন সারা এখনো পড়েনি ভোটারদের মাঝে। আগামী ১ ফেব্রæয়ারি এখানে উপ-নির্বাচন হচ্ছে, এই খবর পর্যন্ত গ্রাম পর্যায়ের অনেক ভোটারই জানেন-না। আবার এই আসনে হেভি ওয়েট কোন প্রার্থী না থাকায় উপ-নির্বাচনে কোন প্রার্থীর কি অবস্থা তা নিয়েও ভোটারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি।
এদিকে আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন, তারপরেও নির্বাচনী এলাকায় প্রার্থীদের জোড়ালো প্রচারণা নেই। শেষ মুহুর্তে প্রচারণার ধরন কি রকম হবে সেটা এখন দেখার বিষয়। অপরদিকে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা এ, কে, এম রেজাউল করিম তানসেনের প্রচারে ধীরগতি, তৃণমূলে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সমন্বয়হীনতা, বিভিন্ন এলাকায় পোস্টার-লিফলেট না পৌছানোসহ প্রার্থীর কর্মকান্ডে অনেকটা হতাশ নেতাকর্মীরা। এছাড়াও তাঁর দোষ-গুণ নিয়ে অনেকের মধ্যে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ।
এদিকে ১৪ দলীয় প্রার্থীর সাথে যোগাযোগে ব্যার্থ হয়ে তৃণমূলসহ এমনকি উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মী নিজেদের অস্তিতের লড়াইয়ে লিফলেট ছাড়াই মানুষের কাছে মশাল মার্কার পক্ষে ভোট চাইছেন। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী শাহিন মোস্তফা কামাল ফারুক, জাকের পার্টির আঃ রশিদ সরদার, সতন্ত্র প্রার্থী, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ও মুশফিকুর রহমান কাজল কিছুটা প্রচারণা চালালেও আলোচিত আশরাফুল আলম ওরফে হিরু আলমের মাঠ পর্যায়ে তেমন প্রচারণা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রচারণা অনেকটা বেশী।
এদিকে বাংলাদেশ কংগ্রেস এর তাজ উদ্দিন মন্ডলের প্রচারণাও তেমন চোখে পড়েনি ভোটারদের। অনেকের মতে এই আসনে উপ-নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকায় অনেকে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেনা কি-না তা নিয়ে অনেকটা সন্দেহ রয়েছে। তবে অনেকে বলছেন যিনি উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হবেন ভোটের সংখ্যা অনুপাতে খুব কম ভোটে তিনি নির্বাচিত হবে।
উল্লেখ্য যে, এই আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা এ, কে, এম রেজাউল করিম তানসেন (মশাল প্রতিক), জাতীয় পার্টির প্রার্থী শাহিন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল প্রতিক), জাকের পার্টির প্রার্থী ( গোলাপ ফুল প্রতিক), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ তাজ উদ্দিন (ডাব প্রতিক), সতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল (ট্রাক প্রতিক), সতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল প্রতিক) ও আলোচিত হিরু আলম (একতারা প্রতিক) নিয়ে নির্বাচন করছেন।
Leave a Reply