কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানালেন যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ ও তাঁতীলীগের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাহালু প্রেসক্লাবে উল্লেখিত সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী টনি। তিনি লিখিত বক্তব্যে বলেন ৭৫ পরবর্তী দুঃসময়ে হেলাল উদ্দিন কবিরাজ তাঁর শ্রম মেধা দিয়ে জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকায় আওয়ামীলীগের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে। তিনি তিন যুগেরও বেশী সময় ধরে আওয়ামীলীগের কান্ডারী হয়ে কয়েকবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদকের পায়িত্ব পালনের পর দীর্ঘদিন ধরে এখন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামীলীগের মনোনয়নে কাহালু পৌরসভার দুবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি মেয়র থাকা সময় কাহালু পৌরসভার যত উন্নয়ন করেছে অন্য কোন পৌরসভায় এত উন্নয়ন হয়নি। ৭৫ এর পর থেকে কাহালুতে আওয়ামীলীগের এমপি পায়নি। যারফলে শুধু দল নয় সকল শ্রেণিপেশার মানুষের দাবী কাহালু-নন্দীগ্রাম এলাকার উন্নয়নে হেলাল উদ্দিন কবিরাজের বিকল্প নেই। এজন্যই সংবাদ সম্মেলনের মাধ্যমে হেলাল কবিরাজকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আছমা খাতুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির প্রমুখ।
Leave a Reply