আব্দুর রাজ্জাকঃ বুধবার সকাল ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রোয়াগাঁও হযরত ফাতেমা জান্নাত হিফজুল কোরআান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০ জন অসহায় ও দুস্থদের মাঝে ৯ প্রকারের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বন্ধু সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এসময় আরও বক্তব্য দেন পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, বৈরাগীরহাট পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, বন্ধু সেবা ফাউন্ডেশনের সভাপতি এবং সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ সোহরাব হোসেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, সরিষার তেল, গরম মশলা, মুড়ি ও গোসলের সাবান। ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে এতিমখানায় ২৫ টি ফলের চারা রোপণ করা হয়।
Leave a Reply