সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। তিনি তার বক্তব্যে বলেন, ‘‘মাছ আমাদের জাতীয় সম্পদ। আমরা মাছে ভাতে বাঙ্গালী, বর্তমান সরকার মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে। উপজেলা প্রশাসন সবসময় মৎস্য খাতের উন্নয়নে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’’
অনুষ্ঠানের সভাপতি আরিফুজ্জামান বলেন, ‘‘জাতীয় মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণ করা। এ অঞ্চলে আধুনিক চাষাবাদ ও প্রযুক্তির ব্যবহার বাড়ালে মাছ উৎপাদন আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব। মৎস্যচাষীরা যদি নিয়ম মেনে চাষ করেন, তবে তাদের আয়ও বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা মৎস্য দলের সভাপতি নুরুল ইসলাম এলডু, যুবদলনেতা হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা রোকসানা। পরে সফল ৩জন মৎস্য চাষীকে তিন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply