কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ আগামী ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বরণে ও ১৮ আগস্ট নাট্যাচার্য আধুনিক বাংলা নাটকের রূপকার ড. সেলিম আল দীনের জন্ম উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি বাংলাদেশ গ্রাম থিয়েটারের সকল ইউনিটের কর্মসূচীর মধ্যে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো বাজ ধারন, স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর উপর আলোচনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী, কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে পাঠ, কবিতা আবৃতি, গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন।
১৮ আগস্ট বাংলাদেশ গ্রাম থিয়েটারের সকল ইউনিট নাট্যাচার্জ ড. সেলিম আল দীনের জন্ম উৎসব পালন করবে। জন্ম উৎসব উপলক্ষে প্রয়াত ড. সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলিম আল দীনের সিনেমা ডকুমেন্টারি প্রদর্শনী, সেলিম আল দীনের নাটক পাঠ ও নাটক মঞ্চায়ন করবে।
ড. সেলিম আল দীনের জন্ম উৎসব উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে পালিত হবে বিভিন্ন কর্মসূচী। সেই কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড. সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ঢাকা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সেমিনার, জাতীয় নাট্যশালায় মূল হলে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ড. সেলিম আল দীনের রচনা ও শিল্পপিতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় নিমজ্জন নাটক মঞ্চায়ন করা হবে।
Leave a Reply